এলোকেশন অব বিজনেস

বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন অনুযায়ী অর্থ বিভাগের (অর্থ মন্ত্রণালয়) দায়িত্বসমূহ নিম্নরূপ:
১.প্রয়োজন হলে অন্যান্য বিভাগের সঙ্গে পরামর্শ করে রাজস্ব ও মুদ্রানীতির প্রণয়ন।
২.রাজস্ব ও মুদ্রানীতির পর্যালোচনা।
৩.আর্থিক নীতির বিশ্লেষণ ও গবেষণা, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং অর্থনৈতিক জরিপ, বাজেটের অর্থনৈতিক বিশ্লেষণ এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের কার্যক্রমের সার-সংক্ষেপ প্রকাশ।
৪.বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা এবং নিরীক্ষা ও হিসাব সংক্রান্ত বিষয়াদি।
৫.বাজেট ও রাজস্বের ব্যবস্থা: বরাদ্দ এবং পুনঃবরাদ্দ।
৬. (ক) ক্ষতিহীন সংস্থা/কর্পোরেশনের বাজেট প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনযোগ্য এবং সংকলনের জন্য অর্থ বিভাগে প্রেরণযোগ্য।
(খ)ঘাটতি বিশিষ্ট বাজেট প্রশাসনিক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে অর্থ বিভাগ কর্তৃক যাচাই ও অনুমোদনযোগ্য।
(গ)ঋণ/অনুদান অন্তর্ভুক্ত বাজেট অর্থ বিভাগের সম্মতির জন্য পাঠাতে হবে।
৭.(ক) বেতনস্কেল/বেতন নির্ধারণ/বিশেষ বেতন/প্রযুক্তিগত বেতন/অতিরিক্ত বেতন ইত্যাদি এবং এ সম্পর্কিত বিধি প্রণয়ন।
(খ) ছুটি বিধিমালা এবং সেসব বিষয়ে আদেশ।
(গ) পেনশন/গ্র্যাচুইটি এবং অবসর ভাতা সংক্রান্ত বিধি ও আদেশ।
(ঘ) ভ্রমণ ভাতা বিধিমালা এবং সব ধরনের ভাতা ও fringe সুবিধা অনুমোদন।
(ঙ) সাধারণ ভবিষ্য তহবিল (GP Fund) বিধিমালা।
৮.ব্যয়ের নিয়ন্ত্রণ।
৯.আন্তঃদেশীয়/আন্তঃসরকারি আর্থিক নিষ্পত্তি।
১০.অর্থ সরবরাহ, মুদ্রা, কয়েনেজ এবং বৈধ অর্থপ্রদানের বিষয়াদি।
১১. স্বর্ণ ও রূপার আমদানি ও রপ্তানি।
১২. সকল ধরনের পরিশোধনযোগ্য দলিল, টাকশাল এবং নিরাপত্তা ছাপাখানা।
১৩. নগদ সম্পদের জন্য বৈদেশিক মুদ্রা বাজেটিং।
১৪. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ।
১৫. বিনিময় হার নীতি।
১৬. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সংক্রান্ত বিষয়।
১৭. ঋণ গ্রহণ এবং বাজারে ঋণ ভাসান।
১৮. সকল উন্নয়ন প্রকল্পের আর্থিক দিক পর্যালোচনা।
১৯.হিসাব পদ্ধতি ও বিধিমালা, কোষাগার, উপ-কোষাগার।
২০.সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি।
২১.নতুন পদ সৃষ্টি এবং নতুন ব্যয়ের প্রস্তাব যাচাই।
২২.মহা হিসাব নিরীক্ষক-এর বেতনভাতা।
২৩.সরকারি ঋণ প্রশাসন, যার মধ্যে ঋণ ও সাহায্য অন্তর্ভুক্ত।
২৪.প্রভিডেন্ট ফান্ড।
২৫.কর্পোরেশন, পৌরসভা প্রভৃতির মতো সরকারি সংস্থাসমূহের ঋণ গ্রহণ সংক্রান্ত বিষয়।
২৬.শিল্প, বাণিজ্য, কৃষি ও আবাসন উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়ন।
২৭.জাতীয় একক বেতনগ্রেড ও স্কেল বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিষয়াদি।
২৮.বেতন ও পরিষেবা রিপোর্ট বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সচিবালয় সেবা প্রদান এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।
২৯.বেতন ও পরিষেবা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপে সচিবালয় সহায়তা প্রদান।
৩০. (ক) তারা আর্থিক শৃঙ্খলা ও যথাযথতা মেনে চলছে কিনা তা পরীক্ষা করা;
(খ) সরকারি তহবিল যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা এবং সরকারি সম্পদ/সম্পদের অপচয় রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করা;
(গ) অনিয়ম, অসাবধানতা ইত্যাদি ফলে সরকারি সম্পদের ক্ষতির জন্য দায় নির্ধারণ।
৩১.আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা উন্নয়ন এবং ব্যয় সাশ্রয়ের জন্য সাংগঠনিক কাঠামো ও আর্থিক পদ্ধতির উন্নয়নের প্রস্তাব প্রদান।
৩২.জাতীয়কৃত খাতে ক্ষতি বা লাভ কম হওয়ার কারণ বিশ্লেষণ ও তা প্রতিকার করার পরামর্শ প্রদান।
৩৩.বিসিএস (অডিট ও হিসাব) এর প্রশাসন।
৩৪.সচিবালয় প্রশাসনসহ আর্থিক বিষয়াদি।
৩৫.অর্থ বিভাগের অধীনস্থ অধীন অফিস ও সংস্থাসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ।
৩৬.আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ এবং এই বিভাগের আওতাধীন বিষয়সমূহে অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি ও সমঝোতা সংক্রান্ত বিষয়।
৩৭.এই বিভাগের আওতাধীন বিষয়াবলি সংক্রান্ত সকল আইন।
৩৮.এই বিভাগের আওতাধীন বিষয়াবলি সংক্রান্ত অনুসন্ধান ও পরিসংখ্যান।
৩৯.এই বিভাগের আওতাধীন যেকোনো বিষয়ের উপর ফি (আদালতের ফি ব্যতীত)।
৪০.ট্যাক্স ওম্বডসম্যান সংক্রান্ত সকল বিষয়।