অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ, অর্থ বিভাগ, এর কর্মপরিধি (ToR)

১.মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় নীতি/ বিধি-বিধান/ পরিপত্র ইত্যাদি প্রণয়ন এবং চার্টার ও ম্যানুয়াল হালনাগাদকরণ;
২.মডেল চার্টার ও ম্যানুয়াল অনুসরণে অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিটের নিয়োগ বিধিমালা প্রণয়ন;
৩.‘অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট’ এর জনবলের জন্য প্রয়োজনীয় মডেল প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ ও সমন্বয়করণ;
৪.‘অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ’ এর নিয়মিত সমন্বয় সভার আয়োজন;
৫.মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কার্যাদি পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয়করণ;
৬.মন্ত্রণালয়/ বিভাগসমূহের অভ্যন্তরীণ নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মনিটরিং ও অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত এবং বার্ষিক প্রকাশনা;
৭.‘কেন্দ্রীয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি’র নিয়মিত সভা আয়োজন এবং সার্বিক সহযোগিতা প্রদান;
৮.মন্ত্রণালয়/ বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম বহিস্থ: মূল্যায়ন (External Assessment) এর ক্ষেত্রে এবং বিশেষজ্ঞ পুল (Co-sourcing Expertise Pool) গঠনের প্রস্তাবে মতামত প্রদান;
৯.আন্তর্জাতিক স্বীকৃত মান (Int’l Standard) এবং সর্বোত্তম অনুশীলনের (Bench-mark Practice) ভিত্তিতে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং প্রসার ঘটানোর উদ্যোগ;
১০.অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম সম্পাদন ও উন্নয়নে কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল অফিসের (OCAG)-সাথে সমন্বয় সাধন;
১১.উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।