কেন্দ্রীয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি

নং পদবী পদ
১. সচিব, অর্থ বিভাগ চেয়ারপারসন
২. অতিরিক্ত সচিব, অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ, অর্থ বিভাগ সদস্য
৩. IMED (CPTU) বা প্রতিনিধি (পরিচালক পদের নিচে নয়) সদস্য
৪. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের-প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) সদস্য
৫. সংশ্লিষ্ট বিভাগের প্রধান সদস্য
৬. CGA অফিসের প্রতিনিধি সদস্য
৭. সংশ্লিষ্ট লাইন মন্ত্রণালয়/বিভাগের CAFO সদস্য
৮. পরিচালক, সংশ্লিষ্ট বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা ইউনিট সদস্য
৯. সচিব, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত বহিস্থ সদস্য সদস্য
১০. উপসচিব, অভ্যন্তরীণ নিরীক্ষা অনুবিভাগ, অর্থ বিভাগ সদস্য-সচিব

কেন্দ্রীয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি'র কর্মপরিধি

১| নিরীক্ষা কমিটি নিম্নোক্ত বিষয়ে পরামর্শ প্রদান করবে:
ক) ঝুঁকি, নিয়ন্ত্রণ এবং গভর্নেন্সের জন্য কৌশলগত প্রক্রিয়া নির্ধারণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের উপর বিবৃতি/বিবরণী (Statement) প্রদান;
খ) অ্যাকাউন্টিং নীতি, বার্ষিক আর্থিক বিবরণী;
গ) পরিকল্পিত কার্যকলাপ এবং অভ্যন্তরীণ নিরীক্ষার ফলাফল;
ঘ) নিরীক্ষায় সনাক্তকৃত সমস্যাসমূহের বিপরীতে কর্তৃপক্ষের জবাব;
ঙ) সরকারের গভর্নেন্স প্রতিষ্ঠায় নিশ্চয়তা প্রদান;
চ) (প্রযোজ্য ক্ষেত্রে) নিরীক্ষা কার্যক্রম (Audit Service) পরিচালনার জন্য অভ্যন্তরীণ বা আউটসোর্সিং/কো-সোর্সিং অথবা ঠিকাদারের নিকট হতে নিরীক্ষা বহির্ভুত সেবা ক্রয়ের দরপত্র আহবান;
ছ) জালিয়াতি বিরোধী নীতি, হুইসেল-ব্লোয়িং প্রক্রিয়া এবং বিশেষ তদন্তের ব্যবস্থা;
জ) নিরীক্ষা কমিটি পর্যায়ক্রমে নিজস্ব কর্মকান্ডের কার্যকারিতা পর্যালোচনা করবে ।
২| প্রতিষ্ঠান প্রধান কর্তৃক নিম্নোক্ত কার্যক্রম সম্পাদনের বিষয়টি নিশ্চিতকরণে নিরীক্ষা কমিটি ভূমিকা রাখবে:
ক) প্রতিষ্ঠান, সংস্থা বা সংস্থার অভ্যন্তরীণ মনিটরিং ইউনিটের প্রতিবেদনে উত্থাপিত আর্থিক বিষয়াদির পাশাপাশি সার্বিক নিরীক্ষা প্রতিবেদনের বিষয়গুলির বাস্তবায়ন নিশ্চিত করা;
খ) অভ্যন্তরীণ নিরীক্ষার বার্ষিক প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়ন এবং একইসাথে সংসদে উপস্থাপিত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের প্রতিবেদন এবং এ সংক্রান্ত যে কোন নির্দেশনার উপর বিবরণী প্রস্তুত;
গ) বিবৃতিতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের হিসাব ও ক্রিয়াকলাপগুলিতে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বৈশিষ্টগুলির পুনরাবৃত্তি এড়াতে বা হ্রাসে প্রতিকারমূলক পদক্ষেপ এবং তা সম্পন্নে সময়সীমা উল্লেখ থাকবে ।